এক পুলিশ সদস্যের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

টাঙ্গাইলের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি) সেখানে কর্মরত পুলিশ, নন-পুলিশ এবং প্রতিবেশী পরিবারগুলোর মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে।

১১ এপ্রিল মঙ্গলবার বেলা ৩টায় পিটিসি টাঙ্গাইলের আয়োজনে পিটিসির ১নং প্যারেড গ্রাউন্ডে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদসামগ্রী বিতরণ করেন মো. ময়নুল ইসলাম এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) পিটিসি টাঙ্গাইল।

প্রতিবছরের মতো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক দায়বদ্ধতা থেকে পিটিসি টাঙ্গাইলে কর্মরত ৩৭০ জন সকল পুলিশ ও নন-পুলিশ সদস্য এবং পিটিসির পার্শ্ববর্তী ভাতকুড়া, ছাওয়ালী ও মহেড়া এলাকার দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ৩০০ জনসহ মোট ৬৭০ জনের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আবু নাছের মোহাম্মদ খালেদ পুলিশ সুপার (প্রশাসন), আব্দুর রহিম শাহ চৌধুরী পুলিশ সুপার (ট্রেনিং), ফারিয়া আফরোজ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. আব্দুল আউয়াল সরদার, সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. আনোয়ারুল আজম সহকারী পুলিশ সুপার (ট্রেনিং)সহ পিটিসির অন্য সদস্যরা।