গোলের পর ব্রাজিলের উল্লাস। ছবি : সংগৃহীত

কলম্বিয়াকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের যাত্রা নিশ্চিত করল ব্রাজিল। খবর দ্য ডেইলি স্টারের।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল। আজ শুক্রবার (১২ নভেম্বর) সকালে বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠ সাও পাওলোতে তারা জিতেছে ১-০ গোলে।

ম্যাচের ৭২ মিনিটে সেলেসাওদের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার পাকেতা। তাঁকে অ্যাসিস্ট করেন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার।

ম্যাচের ৬৩ শতাংশ সময়ে বল পায়ে রাখা ব্রাজিল গোলমুখে ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ছয়টি। অন্যদিকে, সফরকারী কলম্বিয়ার নেওয়া পাঁচটি শটের একটি ছিল লক্ষ্যে।

বাছাইয়ে ১২ ম্যাচ খেলে শীর্ষে থাকা ব্রাজিলের এটি একাদশ জয়। তারা ড্র করেছে বাকিটিতে। সব মিলিয়ে তাদের অর্জন ৩৪ পয়েন্ট।

১০ দলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তাদের পেছনে রয়েছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে তারা পেয়েছে ২৫ পয়েন্ট।