যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (বাঁয়ে) ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামী ১৫ নভেম্বর ভার্চ্যুয়াল সম্মেলন করবেন বলে ধারণা করা হচ্ছে। নানা ইস্যুতে দ্বন্দ্বে থাকা দেশ দুটির শীর্ষ নেতাদের এই সম্মেলনকে অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। খবর এএফপির।

তাইওয়ান, মানবাধিকার, বাণিজ্যসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে। দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ এই দ্বন্দ্বকে আরও বাড়িয়েছে। সবশেষ তাইওয়ান এবং তার আগে করোনাভাইরাসের উৎস নিয়েও দ্বন্দ্বে জড়িয়েছে দেশ দুটি।

কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও পলিটিকো জানায়, বাইডেন ও সি চিন পিং ১৫ নভেম্বর (সোমবার) এই ভার্চ্যুয়াল সম্মেলন করতে পারেন। এর আগে দেশ দুটি আকস্মিকভাবে জলবায়ুবিষয়ক একটি চুক্তি করেছে।