প্রতীকী ছবি

কঠোর নিরাপত্তা বলয়ে আজ বুধবার ভর্তি পরীক্ষা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)।

নিরাপত্তায় থাকছে পুলিশ, গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য। খবর বাসসের।

জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষার দায়িত্বে থাকবেন।

গতকাল মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সকল প্রস্তুতি সেরেছি। যাতায়াতে যাতে যানজট না হয়, সে জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। তা ছাড়া সড়কপথে ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মেয়েদের হলগুলোতে পরীক্ষার্থীদের নারী অভিভাবকেরা বিশ্রাম নিতে পারবেন।’

উপাচার্য আরও বলেন,‘ আমরা ঢাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী বেশি, আমরা সে বিষয়ে বেশি নজর দিচ্ছি। পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পরীক্ষার দিন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম কাজ করবে। নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভির আওতায় থাকবে।’

আজ বুধবার ও বৃহস্পতিবার হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ৫ নভেম্বর ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা হবে।