উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অনুমতি ছাড়া প্রবেশের ঘটনায় আটকের পর ছেড়ে দেওয়া হয় তিনজনকে। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অনুমতি ছাড়া প্রবেশের সময় তিন রোহিঙ্গাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়ার শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন উপপরিদর্শক (এসআই) তোয়াবুল ইসলামসহ পুলিশ ক্যাম্প-১৬-এর সদস্যরা। ওই সময় ক্যাম্প-১৩-এর বাসিন্দা মো. হানিফ, ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সালমান ও ১৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা মনির আহম্মদ নিজ নিজ ক্যাম্পের ইনচার্জের অনুমতি ছাড়া ১৬ নম্বর ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেন। পরে ক্যাম্প-১৬ ইনচার্জ শংকর কুমার বিশ্বাস মোবাইল কোর্ট বসালে ওই তিনজন ক্ষমা চান। ইনচার্জ মুচলেকা নিয়ে তাঁদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পে একটি জিডি করা হয়েছে।