কঙ্গোয় জাতিসংঘবিরোধী বিক্ষোভে সংস্থাটির শান্তিরক্ষা মিশনে মোতায়েন ভারতীয় আধা সামরিক বাহিনী বিএসএফের দুই সদস্য নিহত হয়েছেন। ২৬ জুলাই (মঙ্গলবার) এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিএসএফের একজন মুখপাত্র জানিয়েছেন, ’২৬ জুলাই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর বুটেম্বোতে মোতায়েন ২ সেনা এক সশস্ত্র বিক্ষোভে গুরুতর আহত হয়ে মারা যান।’

এ মাসের শুরুর দিকেই সেখানে ৭৪-৭৬ জন ভারতীয় বিএসএফ মোতায়েন করা হয়েছিল।

এদিকে কঙ্গোতে এখনো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে আন্দোলন চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এরই মধ্যে চলমান বিক্ষোভের দ্বিতীয় দিনে অন্তত ৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২ বীর ভারতীয় শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং নিহত সেনাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এটিকে আক্রোশজনক হামলা দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের অবশ্যই জবাবদিহি ও বিচারের আওতায় আনতে হবে।