কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ভর করে কোভিড ও ড্রোনবিষয়ক সংকট পেরিয়ে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সোমবার চতুর্থ বিভাগের ক্লাব ভেনাসকে ৪-০ গোলে হেরেছে প্যারিস জায়ান্টরা। খবর বাসসের।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, দানিলোসহ ৫ শীর্ষ তারকাকে বাইরে রেখেই প্রতিদ্বন্দ্বিতায় নামে পিএসজি, তবে ব্রিটনির আন্ডারডগরা এক মুহূর্তের জন্যও শঙ্কায় ফেলতে ছড়াতে পারেনি মরিসিও পচেত্তিনোর দলকে।

নেতৃত্বের আর্মব্যান্ড পরা ডিফেন্ডার প্রেসনেল কিমপেমবে ২৮ মিনিটে গোল করে এগিয়ে দেন পিএসজিকে। এর আগ মুহূর্তে ম্যাচে বিঘ্ন ঘটে একটি ড্রোন পশ্চিম ফ্রান্সের ওই র‌্যাবিন স্টেডিয়ামের ওপর দিয়ে উড়ে যাওয়ায়।

ম্যাচের ৫৯ মিনিটে কিমপেমবের বানিয়ে দেওয়া বল নিয়ে লক্ষ্য ভেদ করেন এমবাপে। এরপর ১৮ মিনিটের প্রদর্শনীতে হ্যাটট্রিক পূর্ণ করেন বিশ্বকাপজয়ী ওই স্ট্রাইকার। ৭১ ও ৭৬ মিনিটে বাকি গোল দুটি করেন তিনি।