পটুয়াখালীতে সোমবার রাতে জেলা পুলিশের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ছবি: পটুয়াখালী জেলা পুলিশ

পটুয়াখালীতে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র শীতার্ত ব্যক্তিদের মধ্যে জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার মধ্যরাতে শহরের লঞ্চ টার্মিনাল, বাসস্ট্যান্ড, শেখ রাসেল শিশুপার্ক, পটুয়াখালী চৌরাস্তা, হেতালিয়া বাঁধঘাট ও সড়কের পাশে থাকা ছিন্নমূল অসহায়দের মধ্যে এ কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ ও তাঁর স্ত্রী আয়েশা আহমেদ প্রমি।

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, এই প্রচণ্ড শীতে ছিন্নমূল অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সড়কের পাশে থাকা অসহায়দেরও কম্বল দেওয়া হয়। সমাজে যারা বিত্তবান আছে, তাদের এই ছিন্নমূল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান পুলিশ সুপার।

কম্বল বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।