মোসাদ্দেকের বোলিং তাণ্ডবে বড় জয় পায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা এনেছে সফরকারী বাংলাদেশ।

রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। ২০ রানে ৫ উইকেট নেন মোসাদ্দেক। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। খবর বাসসের।

প্রথম টি-টোয়েন্টির মতো আজও টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। বল হাতে শুরুতেই আক্রমণে ছিলেন মোসাদ্দেক। ইনিংসের প্রথম বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন তিনি।

রেজিস চাকাবভাকে শিকার করেন মোসাদ্দেক। ওই ওভারের শেষ বলেও উইকেট শিকারের আনন্দে মাতেন মোসাদ্দেক।

আগের দিন পুরো ইনিংসে বাংলাদেশকে চাপে রাখা ওয়েসলি মাধভেরেকে শিকার করেন মোসাদ্দেক। চার দিয়ে ইনিংসের খাতা খুলেছিলেন প্রথম ম্যাচে অপরাজিত ৬৭ রান করা মাধভেরে। ৪ রানেই থামেন তিনি।

প্রথম ওভারেই ২ উইকেট নিয়ে স্তিমিত হয়ে যাননি মোসাদ্দেক। নিজের দ্বিতীয় ওভারেও উইকেট নেন তিনি। এবার তাঁর শিকার জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

রিভার্স সুইপ করতে গিয়ে লিটন দাসকে ক্যাচ দেন আরভিন। ১ রান করেন তিনি।

প্রথম ও দ্বিতীয় ওভারের পর তৃতীয় ওভারেও উইকেট শিকার অব্যাহত রাখেন মোসাদ্দেক। নিজের ডেলিভারিতে নিজেই ক্যাচ নেন সিন উইলিয়ামসের।

দুটি চারে ৮ রান করেন উইলিয়ামস। প্রথম ৩ ওভারেই ৪ উইকেট নেওয়া মোসাদ্দেককে প্রথম স্পেলেই তাঁর বোলিং কোটা শেষ করে দেন বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান। তাই ইনিংসের সপ্তম ওভারেও আক্রমণে ছিলেন মোসাদ্দেক।

ওই ওভারে নিজের ও জিম্বাবুয়ের পঞ্চম উইকেটের পতন ঘটান মোসাদ্দেক। মিল্টন শুম্বাকে ৩ রানে বিদায় করে দেন মোসাদ্দেক। ফলে ২০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন মোসাদ্দেক।

ইনিংসে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২০ রানে ৫ উইকেট।