কক্সবাজারের উখিয়ায় বিনা অনুমতিতে এফডিএমএনের তিনজন সদস্য ক্যাম্প-১৬ তে প্রবেশের সময় তাঁদের আটক করা হয়। গতকাল রোববার শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্প- ১৬, ৮ এপিবিএন সদস্যরা তাঁদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ক্ষমা চেয়ে তাঁরা মুক্তি পান।

এফডিএমএনের ওই তিনজন সদস্য হলেন মো. সলিমুল্লাহ (২২), লালু মিয়া (২১) ও মো. শরিফ (২৩)।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গতকাল রোববার বেলা আড়াইটার দিকে এসআই (নিরস্ত্র) তোয়াবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্প-১৬ এর চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময়ে সন্দেহজনকভাবে এফডিএমএন সদস্য মো. সলিমুল্লাহ, মো. শরিফ ও লালু মিয়া ক্যাম্পের সিআইসি মহোদয়ের অনুমতি ছাড়াই ক্যাম্প-১৬ তে প্রবেশের সময় চেকপোস্টে তাঁদের আটক করা হয়।

এ ব্যাপারে শংকর কুমার বিশ্বাস সিআইসি, এফডিএমএন ক্যাম্প-১৬ ভ্রাম্যমাণ আদালত তাদের অপরাধ অনুযায়ী প্রথমবারের মতো ক্ষমা চাইলে তিনি অপরাধীদের থেকে মুচলেকা গ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এ ব্যাপারে শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।