কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শিবির থেকে তেল ও সাবান বাইরে নিয়ে যাওয়ার সময় ২২ লিটার তেল ও ২২৬টি সাবান উদ্ধার করা হয়েছে। ময়নারঘোনা পুলিশ ক্যাম্প-১২, ৮ এপিবিএন এই তেল-সাবান উদ্ধার করে।

এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফারুকুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. হারুন অর রশিদ, এসআই (নিরস্ত্র) নোমান সাদেকিন এবং সঙ্গীয় ফোর্সসহ স্পেশাল চেকপোস্ট-১২ এ সন্দেহভাজন লোকদের গতিবিধি লক্ষ করছিলেন। এ সময় অজ্ঞাত রোহিঙ্গা ব্যক্তি দুটি বস্তা নিয়ে ক্যাম্প থেকে বাইরে যাওয়ার সময় পুলিশ দেখে পালিয়ে যায়। বস্তা খুলে ২২ লিটার তেল ও ২২৬টি সাবান উদ্ধার করা হয়। যার দাম ৯ হাজার ৪২০ টাকা। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।