মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ভোট চাওয়াকে কেন্দ্র করে
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। সহিংসতায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

নিহত দুজন হলেন জাহারুল ইসলাম ও সাহারুল ইসলাম। তাঁদের বাবার নাম বাদশা মিয়া। বাড়ি লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে আটটার সময় গাংনী থানাধীন কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে ইউপি সদস্য পদপ্রার্থী টুটুল ও আতিয়ার এর গ্রুপের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে টুটুল পক্ষের দুই ভাই জাহারুল (৫৫) ও শাহাদুল (৫০) নিহত হন। গুরুতর আহত হন বজলুর রহমান (৩৫), শেফালীসহ (৪০) ৪/৫ জন গুরুতর আহত হয়। অন্যদিকে আতিয়ারের পক্ষের জেলহাজ (৬৫), গোলাম মোস্তফাসহ (৬০) গুরুতর আহত হন ৪/৫ জন। উভয় পক্ষের আহতরা চিকিৎসাধীন আছেন। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। বর্তমান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।