খানজাহান আলীর (রহ.) মাজার চত্বরে থাকা ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মধ্যে খেজুর ও ফল বিতরণ করেন ট্যুরিস্ট পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে ট্যুরিস্ট পুলিশ, খুলনা অঞ্চলের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।
একই সঙ্গে ঈদ উপলক্ষে দর্শনীয় স্থানগুলোতে কর্তব্যরত পুলিশ সদস্যদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

এর বাইরে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। খবর বাংলানিউজের।

সম্প্রতি খানজাহান আলীর (রহ.) মাজার পরিদর্শন শেষে ট্যুরিস্ট পুলিশ, খুলনা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদ এসব তথ্য জানান।

এর আগে খানজাহান আলীর (রহ.) মাজার চত্বরে থাকা ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মধ্যে খেজুর ও ফল বিতরণ করেন তিনি।

ওই সময় ট্যুরিস্ট পুলিশ, বাগেরহাট জোনের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন, পুলিশ পরিদর্শক মনির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন শতাধিক মানুষের মধ্যে খেজুর ও ফল বিতরণ করা হয়।