সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছেন এক পুলিশ সদস্য। ছবি: ডিএমপি

ঘরমুখী মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশের ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোন।

ডিএমপি জানায়, বিশেষ উদ্যোগের অংশ হিসেবে যাত্রীদের সচেতন করার পাশাপাশি সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে স্থাপন করা হয়েছে ডিজিটাল ট্রাফিক মনিটরিং কন্ট্রোল রুম।

সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রী হয়রানি বন্ধে অবস্থান নিয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। ছবি: ডিএমপি

ট্রাফিক যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারিকুল ইসলাম মাসুদ জানান, ১৬টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো টার্মিনাল এলাকাসহ যাত্রাবাড়ী, মানিকনগর, গোলাপবাগ, জনপথ, ধলপুর, মাওয়া রোড, দোলাইরপাড় এলাকার যান চলাচল মনিটরিং করা হচ্ছে।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বক্ষণিক উপস্থিতিতে ডিজিটাল কন্ট্রোল রুম থেকে ট্রাফিক-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট এলাকায় কর্তব্যরত সার্জেন্টদের জানিয়ে দেওয়া হচ্ছে। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

ট্রাফিক মনিটরিংয়ের নির্দেশনা দিচ্ছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ছবি: ডিএমপি

পুলিশের এই কর্মকর্তা বলেন, টার্মিনাল এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানি বন্ধে অভিযান চালানো হচ্ছে। পরিবহনমালিক, চালক ও যাত্রীদের সচেতন করতে মাইকিং করার পাশাপাশি লিফলেট ও স্টিকার বিতরণ করা হচ্ছে।