নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম-এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি: পুলিশ নিউজ

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১-এ উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের পাঁচ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে নৌ পুলিশের ক্রাইম, কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া পুলিশের এই কর্মকর্তার পদোন্নতি হওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

পুরস্কারপ্রাপ্তরা হলেন

আউটস্ট্যাডিং পারফরম্যান্স অ্যাওয়ার্ড: নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশনস) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।

বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড এবং সেকেন্ড হাইয়েস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার মো. কফিল উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

স্পেশাল অ্যাওয়ার্ড: ঢাকা অঞ্চলের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম।

হাইয়েস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: বরিশাল অঞ্চলের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশনস) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম-এর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

থার্ড হাইয়েস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম।

অনুষ্ঠান শেষে অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) নৌ পুলিশ থেকে অবসর ছুটিতে যাওয়া সাত সদস্যকে ক্রেস্ট প্রদান করেন।

ঢাকা অঞ্চলের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: পুলিশ নিউজ