ইউরোপে আবারও গ্যাস বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম বলেছে, ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম-১-এর নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ তিনদিন বন্ধ থাকবে।

গ্যাজপ্রম ১৯ আগস্ট (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম রাশিয়া ও জার্মানিকে সংযুক্তকারী নর্ড স্ট্রিম-১ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজে তাদের অংশীদার জার্মানির সিমেন্স এনার্জির বিশেষজ্ঞরাও জড়িত থাকবে।

সবশেষ রাশিয়া রক্ষণাবেক্ষণের জন্য নর্ড স্ট্রিম সাময়িক বন্ধ রেখে চালু করার পর থেকে এই পাইপলাইনের সক্ষমতার মাত্র ২০ শতাংশ গ্যাস সরবরাহ করছে রাশিয়া।

রাশিয়া বলছে, সরবরাহ কমে যাওয়ার প্রধান কারণ প্রযুক্তিগত সমস্যা। তবে জার্মানির দাবি রাজনৈতিক কারণে মস্কো এমন পদক্ষেপ নিয়েছে, যাতে জ্বালানির মাধ্যমে ইউক্রেন সংঘাতকে প্রভাবিত করা যায়।