ফিনল্যান্ড অভিযোগ করেছে, রাশিয়ার দুটি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ১৮ আগস্ট (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ার দুটি মিগ-৩১ যুদ্ধবিমান ফিনল্যান্ড উপকূলে ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে ধারণা করা হচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, ফিনিশ এয়ারফোর্স আকাশসীমা লঙ্ঘনকারী বিমান শনাক্ত করতে ‘অপারেশনাল ফ্লাইট মিশন’ পাঠিয়েছে। ফিনিশ বর্ডার গার্ড এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে এ লঙ্ঘনের ঘটনা ঘটে এবং প্রায় দুই মিনিট সময় ধরে সেখানে আকাশসীমা লঙ্ঘন করা হয়। এ সময় বিমান দুটি প্রায় এক কিলোমিটার পথ পশ্চিম দিকে উড়ে যায়।