তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৪৪ হাজারে দাঁড়িয়েছে। তুরস্কে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৪। অন্যদিকে সিরিয়ায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০০ জন। খবর সমকালের।

জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষের জন্য ৪০ কোটি ডলার সহায়তা প্রয়োজন। তুরস্কের দুর্গত এলাকার মানুষদের জন্য ১০০ কোটি ডলার সহায়তা জরুরি।

জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস গতকাল বৃহস্পতিবার বলেন, অবর্ণনীয় কষ্ট পাচ্ছে তারা। আমাদের অবশ্যই তাদের অন্ধকার সময়ে পাশে দাঁড়াতে হবে।

৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প হয়।