ছবি : সংগৃহীত

ইউক্রেন সেনাবাহিনীর কাছে সামরিক সরঞ্জামাদি পাঠানোর ঘোষণা দিয়েছে কানাডা।

সামরিক সরঞ্জাম হিসেবে হেলমেট পাঠানোর কথা জানিয়েছে দেশটি। খবর বাসসের।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনের সৈন্যদের বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, গ্যাস মাস্ক ও নাইট ভিশন সরঞ্জামাদি প্রয়োজন। এ ক্ষেত্রে সহায়তার পরিমাণ দাঁড়াবে আড়াই কোটি কানাডিয়ান ডলার মূল্যের।’

তিনি জানান, তাঁকে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টিফানিশিনা ‘সরাসরি’ অনুরোধ করেছেন।

এদিকে কানাডার প্রতিরক্ষামন্ত্রী আনিতা আনান্দ বলেছেন, ‘এ যুদ্ধে অংশ নেওয়ার ব্যাপারে তাঁদের এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই।’