মালির গুন্দামে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্মদিন পালন। ছবি: বাংলাদেশ পুলিশ

পরিবার-পরিজন ছেড়ে আফ্রিকার দেশ মালিতে রয়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে তাঁদের এই ত্যাগ স্বীকার। পরিবার কাছে না থাকলেও এই মানুষগুলোর জন্মদিনের কথা ভুলে যাননি মরুর বুকে স্বজন হয়ে ওঠা সহকর্মীরা। তারই অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি (রোববার) পালন করা হয়েছে ওই ১৪০ জন সদস্যের মধ্যে ২৯ জনের জন্মদিন।

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (বিএএনএফপিইউ-২, রোটেশন-৪, মিনুসমা) কর্মরত বাংলাদেশ পুলিশের ওই ২৯ জন সদস্যের জন্মদিন পালনের উদ্যোগ নেন কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খান। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওই ২৯ জনের জন্মদিন ছিল।

এ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক বর্নিল অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাঁদের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। প্রজেক্টরে তাঁদের ছবি ও জীবনবৃত্তান্ত প্রদর্শন, জন্মদিনের কেক কাটা, সদস্যদের অনুভূতি ব্যক্ত, সুভেনির প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিদেশীরাও জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং নেচে-গেয়ে অনুষ্ঠানটির আনন্দমুখর করে তোলেন।

মালির গুন্দামে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্মদিন পালন। ছবি: বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে বাংলাদেশ কন্টিন্জেন্টের পাশাপাশি জাতিসংঘ আইপিও টিমের সদস্য ও টিম লিডার মরিস উলি, সিআইভিআইএনএফ বিএটিটি-১ গুন্দাম ক্যাম্পের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিদেশের মাটিতে এমন ঘটা করে জন্মদিন পালনের আয়োজন করায় এবং জন্মদিনের উপহার পেয়ে সদস্যরা অনুভূতি ব্যক্ত করার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কমান্ডার মোহাম্মদ শাহীনুর আলম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মালির গুন্দামে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্মদিন পালন। ছবি: বাংলাদেশ পুলিশ

এসআই মায়েন উদ্দিন, কনস্টেবল জহুরুল ইসলাম, এএসআই শামিম আল মামুন, নারী কং রাবেয়া জানান, জীবনে এই প্রথমবার তাঁদের জন্মদিন এত বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।