বিভিন্ন শ্রেণির মানুষদের নিয়ে রংপুর জেলা পুলিশের সচেতনতা সভা। ছবি : রংপুর জেলা পুলিশ

সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে মোটরযান মালিক, চালক, শ্রমিক ও পথচারীদের নিয়ে সচেতনতা সভার আয়োজন করেছে রংপুর জেলা পুলিশ।

জেলার ট্রাফিক পুলিশের আয়োজনে কাউনিয়া বাসস্ট্যান্ডে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল- পীরগাছা ও কাউনিয়া), কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান, একই থানার ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) ফিরোজ মাহমুদ।

সম্প্রতি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ায় পুলিশ সুপার গাড়িমালিক, চালক ও পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘একটি দুর্ঘটনার ফলে একটি পরিবার পঙ্গু হয়ে যায়। দেশ হারায় একজন কর্মক্ষম মানুষকে।’

এ সময় তিনি মহাসড়কে অটোরিকশা না চালানো এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরার আহ্বান জানান।

এক মোটরসাইকেলচালকের হাতে লিফলেট তুলে দিচ্ছেন রংপুর জেলার পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী। ছবি : রংপুর জেলা পুলিশ

পরে পুলিশ সুপার সড়কে বিভিন্ন যানবাহনের চালকের লিফলেট দেন।

সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে রংপুর জেলা পুলিশের সচেতনতা সভা ও নিয়মিত অভিযান অব্যাহত আছে।