সুদানের উপকূলীয় শহর পোর্ট সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছে। তাঁদের মধ্যে চারজন সামরিক বাহিনীর সদস্য।

রোববার (২৩ জুলাই) পোর্ট সুদান বিমানবন্দরে ওই বেসামরিক বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হলেও আরোহী একটি মেয়েশিশু বেঁচে গেছে।

পোর্ট সুদান দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে রেড সি প্রদেশে অবস্থিত। নগরীটি দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে।

পোর্ট সুদান বিমানবন্দর এখন দেশটির একমাত্র সচল বিমানবন্দর। এটি অতি প্রয়োজনীয় বিদেশি ত্রাণ সহায়তার গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে।