পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা, ৫১ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

রোববার (২৩ জুলাই) সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজীসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আসামি মো. রবিউল আলমকে (৩০) গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে প্রাইভেট কারটি আটক করা হয়। কিন্তু গাড়ির ভেতর থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন পালিয়ে যান। এ সময় রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।