পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা-পুলিশ অভিযান চালিয়ে সিআর মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামি মো. মিনারুল ইসলাম রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার কাজিরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, আসামি মো. মিনারুল ইসলামের বিরুদ্ধে আরএমপির বেলপুকুর থানায় দায়ের করা একটি সিআর মামলায় ৩ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদ‌ায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। মিনারুলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে বেলপুকুর থানা-পুলিশ।

গতকাল ১৪ ফেব্রুয়ারি বেলপুকুর থানা-পুলিশ জানতে পারে, আসামি মিনারুল ইসলাম নগরীর মতিহার থানার তালাইমারী এলাকায় অবস্থান করছে।

এ সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো. মামুনুর রশিদের নেতৃত্বে এসআই রিমন ইসলাম ও তাঁদের টিম গতকাল সন্ধ্যা ৬টায় তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে আসামি মিনারুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।