আইসিসির লোগো। ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছে দলটি।

সিরিজ জয়ের সুবাদে ভারতকে টপকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল অস্ট্রেলিয়া। খবর বাসসের।

এ নিয়ে পঞ্চমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল অস্ট্রেলিয়া। প্রথম ২০০৩ সালের জুন থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল অজিরা। আর সর্বশেষ ২০২০ সালের মে থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত শীর্ষ স্থান দখলে রেখেছিল অস্ট্রেলিয়া।

১১৯ রেটিং নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সদ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে শীর্ষস্থান হারায় ভারত। ১১৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে দলটি। দ্বিতীয় স্থানেই আছে নিউজিল্যান্ড। বছরের শুরুতে ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল নিউজিল্যান্ড। কিউইদের রেটিং ১১৭।