বিএমপির মাসিক কল্যাণ সভায় কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ লাইনসের ড্রিল শেডে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

সভার শুরুতেই সভাপতি বিএমপির সব সদস্যের বিবিধ কল্যাণে বিগত মাসের আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসে সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

ওই সময় তিনি বলেন, ‘জনকল্যাণে ভূমিকা পালনের আগে আচার-আচরণে বাঞ্ছনীয় পরিবর্তন আনতে হবে; বিবেকের মধ্যে শুদ্ধতা আনতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাময়িক লাভে অপেশাদার আচরণের দ্বারা নিজ ও বাহিনীর অকল্যাণ ডেকে আনাকে বরদাশত করা হবে না।’

তিনি আরও বলেন, ‘কারও মধ্যে মানসিক অসুস্থতা থাকলে তা মেরামত করে সুস্থ হয়ে সুনাম ও সম্মানের সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে, নতুবা তাদের চিহ্নিত করে আইন মোতাবেক শাস্তির আওতায় এনে তাদেরকে বাহিনী থেকে বাদ দিতে হবে।