বয়োজ্যেষ্ঠ নারীর হাতে ঈদের উপহার তুলে দেন টিডিএসের প্রধান কমান্ড্যান্ট (অতিরিক্ত আইজিপি) মো. ময়নুল ইসলাম এনডিসি। ছবি : বাংলাদেশ পুলিশ

ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) ঢাকার পক্ষ থেকে ২০০ জন অসহায় মানুষের মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকায় এসব উপহার বিতরণ করেন টিডিএসের প্রধান কমান্ড্যান্ট (অতিরিক্ত আইজিপি) মো. ময়নুল ইসলাম এনডিসি।

অনুষ্ঠানে সভাপতিত্বকালে মো. ময়নুল ইসলাম এনডিসি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন।

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে ঈদের উপহার তুলে দেন টিডিএসের প্রধান কমান্ড্যান্ট (অতিরিক্ত আইজিপি) মো. ময়নুল ইসলাম এনডিসি। ছবি : বাংলাদেশ পুলিশ

অ্যাডিশনাল কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম, পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার (ট্রেনিং) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

টিডিএসের মুখপাত্র অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ২০০ জন অসহায় মানুষকে ঈদের উপহার হিসেবে চাল, ডাল, আটা, চিনি, তেল, সেমাই, নুডলস, লবণ, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।