পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

নাটোরে পুলিশ পরিচয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের সময় এক প্রতারককে গ্রেপ্তার করেছে বড়াইগ্রাম থানা-পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে বড়াইগ্রাম থানাধীন জোনাইল ইউনিয়নের কামারদহ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আলাউদ্দিন সুমনের (৩২) বাড়ি ফেনী সদর থানা এলাকায়।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, রেলওয়ের ট্রেন টিকিট এক্সামিনার (টিটিই) পদে ৩ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে পুলিশ পরিচয়ে এক ব্যক্তি টাকা নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে পুলিশের ভুয়া পরিচয়পত্র।

জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি পুলিশ সদস্য নন। পুলিশ পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের চেষ্টা করছিলেন।

এসআই কামরুজ্জামান জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।