প্রতারণার ঘটনায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

ভুয়া এনআইডি কর্মকর্তা সেজে প্রতারণার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি বৃহস্পতিবার জানায়, ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরফে সোহেল (৩০), মো. তারেক (৩১), মো. সবুজ মিয়া (২৬), টিপু সুলতান (৪১), মো. রিয়াজ খান (২৬) ও মো. শামসুল করিমকে (৪১) গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির সিম জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এনআইডি সংশোধনের অন্য প্রয়োজনীয় সব জাল কাগজপত্র তৈরি করে নির্বাচন কমিশন অফিসে কর্মরত কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ভুয়া এনআইডি তৈরি করছে চক্রটি। তারা লেনদেনের মাধ্যম হিসেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করত। চক্রটি নির্বাচন সচিবালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার নাম ব্যবহার করে বিভিন্নজনের এনআইডি তৈরি, সংশোধন করে দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় ২ এপ্রিল জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলা করা হয়েছে।