নড়াইল জেলা ডিবির অভিযানে গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা ডিভাইস। ছবি: পুলিশ নিউজ

নড়াইলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে প্রতারক গ্রুপের দুই সদস্যকে বিপুল পরিমাণ সিম, ডিভাইসসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘DSLR Camera Bazar store’ নামে অনলাইন পেজ খুলে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বিক্রির নাম করে গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অর্থ উপার্জন করে আসছিল চক্রটি। অনলাইনে ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা আকৃষ্ট হতেন। তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী কেনার অর্ডার দিতেন। এভাবে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করে চক্রটি।

ডিবির অভিযানে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মো. নাঈম গাজী (২৫) ও মো. হাবিবুল্লাহকে (২৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় দুজনের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ২১টি সিম কার্ড উদ্ধার করা হয়।

আসামিদ্বয় নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।