কেএমপির অভিযানে গ্রেপ্তার মাদক কারবারিদের একজন। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৫০০টি ইয়াবা বড়ি, ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ছয় কারবারি গ্রেপ্তার হয়েছেন।

মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ২৪ ঘণ্টার অভিযানে তাঁরা গ্রেপ্তার হন।

গ্রেপ্তার ছয়জন হলেন সাতক্ষীরার তালা থানার আটারই খাঁ বাড়ির আমজাদ হোসেন খাঁন (৪০), খুলনার লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়ার মো. লিটন (৩৯), খালিশপুর থানার বড় বয়রা পালপাড়ার মো. ফয়সাল (২৫), দৌলতপুর থানার মহেশ্বরপাশা দীঘির পশ্চিমপাড়ের মাসুম ব্যাপারী (২৩), আড়ংঘাটা থানার রংপুর সাড়াতলার রমেশ মণ্ডল ওরফে বাবু (৫০) ও সোনাডাঙ্গা মডেল থানার শেখপাড়া ক্রস রোডের মো. আরিফুজ্জামান ময়না (৩৮)।

গ্রেপ্তার কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা করা হয়েছে।