রাজারহাটে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ছবি : বাংলাদেশ পুলিশ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে রাজারহাট উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এবং পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

এ ছাড়া এডিসি জেনারেল বরমান হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, রাজারহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, চিলমারী উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম এবং চিলমারী উপজেলার প্রিসাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না।