ডিএমপির পক্ষ থেকে সুপেয় পানি বিতরণ করা হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর উদ্যোগে পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে সুপেয় পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হচ্ছে।

এরই অংশ হিসেবে শনিবার (৪ মে) রাজধানীর আজিমপুর ক্রসিং, ফুলবাড়িয়া ক্রসিং ও তাঁতীবাজার ক্রসিং এলাকায় ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগের পক্ষ থেকে শ্রমজীবী, পথচারী, পরীক্ষার্থী ও যাত্রীদের মধ্যে সুপেয় পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন উপপুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এমন সময়োপযোগী উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

এ সময় ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আশিক হাসান পিপিএম, সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে, সহকারী পুলিশ কমিশনার রাজীব গাইন, সহকারী পুলিশ কমিশনার গোলাম মোর্সেদ প্রমুখ উপস্থিত ছিলেন।