সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ১৮ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক দেওয়া হয় সভায়।

সভায় অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা দেন আরএমপি কমিশনার। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সঙ্গে সম্মাননা স্মারক পাওয়া পুলিশ সদস্যগণ। ছবি : বাংলাদেশ পুলিশ

অপরাধ পর্যালোচনা সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মো. আব্দুল্লাহ আল মাসুদকে বদলিজনিত বিদায় সংবর্ধনার দেওয়া হয়। এ সময় তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন আরএমপি কমিশনার।

আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হেমায়েত, উপপুলিশ কমিশনার (সদর) মো. সাইফউদ্দীন শাহীন এবং আরএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।