নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি। কেপটাউনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ফাইনাল ম্যাচ হবে ২৬ ফেব্রুয়ারি। আর ২৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ৩ অক্টোবর (সোমবার) এই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ ১-এ রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। গ্রুপ ২-এ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।
প্রতিটি দল তাদের গ্রুপের একে অন্যের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দুটি দল করে চার দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনাল ও ফাইনাল কেপটাউনে অনুষ্ঠিত হবে।
২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা গ্রুপ পর্বের খেলায় প্রতিটি দল তাদের গ্রুপের অন্য চারটি দলের সঙ্গে একবার মুখোমুখি হবে।