দেশের ক্রিকেটপ্রেমীরা সর্বশেষ গত বছরের মার্চে জিম্বাবুয়ে সিরিজে মাঠে বসে খেলা দেখেছেন। করোনার কারণে এর পরই বন্ধ হয়ে যায় সব ধরনের ক্রিকেট। গত জানুয়ারিতে ক্রিকেট ম্যাচ ফিরলেও দর্শক ফেরানো হয়নি। সব মিলিয়ে প্রায় ২১ মাস ধরে বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে দর্শক প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। এবার আসন্ন পাকিস্তান সিরিজে দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোতে দর্শক ফেরানোর কথা ভাবা হচ্ছে। খবর কালের কণ্ঠের।

স্টেডিয়ামগুলোতে দর্শক ফেরানোর কথা ভাবা হলেও এ জন্য আছে শর্ত। স্টেডিয়ামে বসে খেলা দেখতে হলে দর্শকদের করোনা ভ্যাকসিনের দুই ডোজই গ্রহণ করতে হবে। সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আসন্ন সিরিজে দর্শক ফিরলেও এখনই গ্যালারির সব আসন ভরিয়ে ফেলা হবে না। ধারণক্ষমতার অর্ধেক দর্শক প্রবেশ করানো হবে। টিকিটও ছাড়া হবে সেই অনুপাতে। সুতরাং টিকিটের জন্য দর্শকদের চিরকালীন যুদ্ধ এখন আরও বেড়ে যাবে।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে নভেম্বরের ১৯, ২০ ও ২২ তারিখ। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুই ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এরপর দুই টেস্টের প্রথমটি শুরু হবে ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ ম্যাচটি মিরপুর শেরেবাংলায় শুরু হবে ৪ ডিসেম্বর। গ্যালারিতে দর্শক ফেরাতে এখন শুধু সরকারের অনুমতির অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।