বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছে পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেটে গত কয়েক দিনের টানা বর্ষণে প্লাবিত বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা পুলিশ। এরই অংশ হিসেবে পানিবন্দি মানুষকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ত্রাণ সরবরাহ করছে জেলা পুলিশ।

গত মঙ্গলবার (১৮ জুন) ও বুধবার (১৯ জুন) জেলার কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও বিয়ানীবাজার থানা-পুলিশ সংশ্লিষ্ট এলাকার দেড় শতাধিক মানুষকে উদ্ধারের পাশাপাশি ৪০০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।

গত ৩০ মে থেকে এ পর্যন্ত প্রায় চার হাজার বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সিলেট জেলা পুলিশ।