হবিগঞ্জে গতকাল কনস্টেবল, নায়েক ও এসআইদের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা কোর্সের উদ্বোধন করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

হবিগঞ্জে কনস্টেবল, নায়েক ও এসআইদের এক সপ্তাহব্যাপী জনশৃংখলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা কোর্সের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এই কোর্সের উদ্বোধন করা হয়। ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এই কোর্স চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : বাংলাদেশ পুলিশ।

হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো.আব্দুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

এ সময় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো.আব্দুল হান্নান।

কোর্সে অংশগ্রহণকারী কনস্টেবল, নায়েক ও এসআইরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মু. আব্দুল মমীন ও পুলিশ পরিদর্শক মিজানুল হক।