ভালো কাজের স্বীকৃতি হিসেবে নগদ অর্থ তুলে দেন কেএমপি কমিশনার। ছবি: কেএমপি

ভালো কাজের স্বীকৃতি হিসেবে নগদ অর্থ পুরস্কার দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা।

কেএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে বুধবার দুপুর পৌনে ১টার দিকে তিনি অর্থ পুরস্কার তুলে দেন।

লবণচরা থানার অভিযানে ৭টি জিআর সাজা পরোয়ানা ও একটি জিআর পরোয়ানার আসামি গ্রেপ্তারের পুরস্কার হিসেবে নগদ টাকা পান উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (খুলনা জোন) এস এম বায়েজীদ ইবনে আকবর, লবণচরা থানার অফিসার ইনচার্জ এনামুল হক, এসআই (নিরস্ত্র) প্রদীপ বৈদ্য, এএসআই (নিরস্ত্র) নিজামুল আলম ও কনস্টেবল জাহিদুল ইসলাম।

অপর একটি মামলায় লবণচরা থানার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আলোচিত রাজুবাহিনীর প্রধান আশরাফ হোসেন রাজুকে গ্রেপ্তারের স্বীকৃতিস্বরূপ এসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান, এএসআই (নিরস্ত্র) ইমদাদুল হক এবং এএসআই (নিরস্ত্র) রকিবুল হাসানকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।