প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন। ছবি: বাংলাদেশ পুলিশ

৭৫তম বনিয়াদি প্রশিক্ষণ কোর্স উপলক্ষে নড়াইলে আগত প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। বুধবার (৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আগত প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

নড়াইল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের পরিচয়পর্ব শেষে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী। পুলিশ সুপার এ সময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পুলিশ সুপার সাদিরা খাতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, ‘লেখাপড়া সম্পন্ন করে বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার কর্মকর্তা হয়েছেন, এখন নিজের অর্জিত জ্ঞান এবং প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞানকে জনগণের সেবায় কাজে লাগাতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের মতো মেধাবী অফিসারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

প্রশিক্ষণার্থীদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দিচ্ছেন এসপি সাদিরা খাতুন। ছবি: বাংলাদেশ পুলিশ

পরে পুলিশ সুপার সাদিরা খাতুন প্রশিক্ষণার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রশিক্ষণার্থীদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দিচ্ছেন এসপি সাদিরা খাতুন। ছবি: বাংলাদেশ পুলিশ

নড়াইলে আগত প্রশিক্ষণার্থীরা হলেন—সহকারী কমিশনার শপথ বৈরাগী, সহকারী কমিশনার আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম রানা, সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার সুমাইয়া জাহান ঝুরকা, সহকারী কমিশনার রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার নাবিল হোসেন, সহকারী পুলিশ সুপার রবিন হালদার, সহকারী কমিশনার এস এম নাজমুস ছালেহীন, সহকারী কমিশনার তামশিদ ইরাম খান, সহকারী সচিব সাদমান সাকিব।