বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ষষ্ঠ দিন শুক্রবার বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত। ছবি: বাংলাদেশ পুলিশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ষষ্ঠ দিনে বাংলাদেশ, কেনিয়া, উগান্ডা ও পোল্যান্ড কাবাডি দল জয়ী হয়েছে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দুটি ম্যাচে বাংলাদেশ ৪৬ -৩১ পয়েন্টে নেপালকে এবং উগান্ডা ৪১-৩৬ পয়েন্টে জাপানকে হারিয়েছে।
অপর দুই ম্যাচে কেনিয়া ৩৩-৩২ পয়েন্টে থাইল্যান্ডকে এবং পোল্যান্ড ৫০-৩০ পয়েন্টে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়লাভ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। করোনা মহামারির কারণে সে সময় নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, পোল্যান্ড, স্বাগতিক বাংলাদেশসহ পাঁচ দেশ টুর্নামেন্টে অংশ নেয়।