প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে ডিবি পরিচয়ে প্রতারণা চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর দ্য ডেইলি স্টারের।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের নুরপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন লুৎফুর রহমান (৩৪), মিজানুর রহমান (৩৪), মুফিজুর রহমান (৩০) এবং ইমরান হোসাইন (৩২)।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, ডিবি পরিচয় দিয়ে প্রতারণার খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই সময় প্রতারক চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ পুলিশের ব্যবহৃত একটি হাতকড়া, একটি খেলনা পিস্তল, ইংরেজিতে ‘ডিবি কক্সবাজার’ লেখা একটি জ্যাকেট, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ভুয়া পুলিশের পরিচয়ে দীর্ঘদিন ধরে মানুষকে আটক, টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ চক্রের আরও কয়েকজনের নাম ও ঠিকানা তারা জানিয়েছে। আসামিদের নামে আজ বৃহস্পতিবার দুপুরে রামু থানায় মামলা হয়েছে।