ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। অনেকেই ঠিক সময় গাড়িতে উঠে গন্তব্যে পৌঁছতে পারেননি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যানজট নিরসনে কাজ করছে। খবর কালের কণ্ঠের।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মনিবুর রহমান বলেন, টঙ্গীতে একটা সড়কে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। এ কারণে যানজট হচ্ছে। আরেকটি কারণ হলো, আশুলিয়ার সড়কে গাড়ির চাপ বেশি এবং সেখানে কোনো সড়ক বিভাজক নেই।

মনিবুর রহমান বলেন, ঢাকার গাড়িগুলো অনেক গতি নিয়ে বের হয়। কিন্তু যখন এক গাড়ি ইউটার্নে যায়, তখন স্বভাবতই গতি কমে আসে এবং এর পেছনে অনেক গাড়ি দাঁড়িয়ে যায়। এতে এই সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ কারণে উত্তরায় যানজট বেশি।

আশুলিয়া প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, সেখানে সড়কটি এমনিতেই সংকীর্ণ। এরপর সেখানে বিশ্ব ইজতেমার গাড়িগুলো আসছে। কিন্তু কোনো বিভাজক না থাকায় ওদিক থেকে আসা গাড়িগুলো সামনে প্রতিবন্ধকতা তৈরি করছে।