জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সাগরে ডুবে যাওয়া একটি ট্রলারের ১৮ জেলেকে উদ্ধার করেছে কুতুবদিয়া কোস্টগার্ডের সদস্যরা।

রোববার (৬ আগস্ট) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে জাকির হোসেন নামের এক ব্যক্তি বলেন, আমি সাগর থেকে বলছি, তলা ফেটে আমাদের মাছ ধরার ট্রলার ডুবে যাচ্ছে। আমরা কুতুবদিয়ার কাছাকাছি আছি। দয়া করে আমাদের উদ্ধারের ব্যবস্থা নিন।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডকে জানানো হয়। খবর পেয়ে কুতুবদিয়া কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল থেকে ডুবন্ত ট্রলারের ১৮ জেলেকে উদ্ধার করে। পরে তাঁদের নিরাপদে উপকূলে পৌঁছে দেওয়া হয়।

কুতুবদিয়া কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া জেলেদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরে। গত শুক্রবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফিশারিঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলার নিয়ে সাগরে রওনা দিয়েছিলেন তাঁরা।