পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে থানা-পুলিশ। জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২০ মার্চ) সকালে ঢাকার ধামরাই থেকে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর নীল রঙের অ্যাপাচি আরটিআর ফোর ভি মোটরসাইকেলটি সকালের কোনো এক সময় চুরি হয়ে গেছে। জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তিনি জানতে পারেন, মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় আছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) টিপু রায় জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি আমাদের জানানো হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানাধীন মিশ্বানী বাজার থেকে মোটরসাইকেলসহ আসামি মো. তুষার আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।