জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন কলের সূত্র ধরে মেহেরপুরের গাংনী থানার পুলিশ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

১২ এপ্রিল বুধবার বিকেলে মেহেরপুরের গাংনী থানাধীন হেমায়েতপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে একজন বয়স্ক ব্যক্তিকে কিছু লোক আটকে রেখে মারধর করছে। তিনি দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানান।

৯৯৯ কলটেকার কনস্টেবল মো. নাহিদ হোসেন কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে গাংনী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

সংবাদ পেয়ে গাংনী থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে মারধরের শিকার মো. শহিদুলকে (৫৫) উদ্ধার করে। পরে গাংনী থানার পুলিশ দল জানতে পারে, উদ্ধারকৃত শহিদুলের স্ত্রী বেশ কিছুদিন আগে অসুস্থতায় ভুগে মারা গেছেন। তিনি তার ছোট পুত্রবধূকে বাড়িতে ছেলের অনুপস্থিতিতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। সংবাদ পেয়ে ধর্ষিতা পুত্রবধূর ভাইয়েরা এসে শহিদুলকে আটক করে মারধর করতে থাকেন।

পরে ধর্ষিতা পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শহিদুলকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।