পুলিশি হেফাজতে অপহৃত দুই ব্যক্তি। ছবি: পুলিশ নিউজ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে খাগড়াছড়ির মানিকছড়ি থেকে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ৯৯৯ নম্বরে কল করে মিলন নামের এক ব্যক্তি জানান, খাগড়াছড়ির মানিকছড়ি থানা এলাকায় ঘুরতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের কবলে পড়েন তাঁর আপন বড় ভাই ও মামা। ১৫-১৭ জন সন্ত্রাসীর একটি দল তাঁদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

৯৯৯ নম্বরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি মানিকছড়ি থানায় জানানো হয়। পরবর্তীতে অপহৃতদের উদ্ধারে অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে মোবাইল নম্বর ট্র্যাক করে মানিকছড়ি থানাধীন রাজবাড়ী এলাকা থেকে ভুক্তভোগী আবু ইসহাক মো. মারুফ আনোয়ার (৪০) ও মো. নাজমুল হাসান মতিনকে (৩২) উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনুর আলম জানান, এ বিষয়ে ভুক্তভোগীরা কোনো মামলা করতে চাননি। ভুক্তভোগীরা নিজ জিম্মায় পুলিশের সহায়তায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।