মাননীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

জাতীয় সংসদের উপনেতা, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নকলায় উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

মাননীয় সংসদ উপনেতাকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় সংসদ উপনেতাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলা নববর্ষ ও ঈদ শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
মাননীয় সংসদ উপনেতাকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

এ সময় শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাননীয় সংসদ উপনেতার সফরসঙ্গী হয়ে শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা ও নকলা পৌরবাসীর মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন পুলিশ সুপার। ছবি: বাংলাদেশ পুলিশ

পরে সংসদ উপনেতার সফরসঙ্গী হয়ে বারমাইসা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা ও নকলা পৌরবাসীর মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন পুলিশ সুপার।
মাননীয় সংসদ উপনেতার সফরসঙ্গী হয়ে শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা ও নকলা পৌরবাসীর মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন পুলিশ সুপার। ছবি: বাংলাদেশ পুলিশ