জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে লিফটে আটকা পড়া এক বয়োজ্যেষ্ঠ নাগরিককে (৬৮) উদ্ধার করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে জানান, ৩৩৫ নম্বর বাসার লিফটে তিনি ১৫ মিনিট ধরে আটকে আছেন এবং তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। ভবনের লোকজন লিফটের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এরপর তিনি ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসারকে জানানো হয়। খবর পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে হাইড্রোলিক স্প্রেডার দিয়ে লিফটের দরজা খুলে সুস্থ অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।