বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জে জেলা শাখা শীতকালীন পিঠা উৎসব-২০২২ আয়োজন করেছে। এতে অংশ নেন হবিগঞ্জ জেলার ৯ থানার পুনাক সদস্যগণ।

গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ জেলা শাখার সভানেত্রী তাহেরা রহমান।

পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি। পিঠা উৎসবে ৯টি থানার প্রতিটি স্টলে ৩০ রকমের পিঠা (শুকনো চিতই পিঠা, দুধচিতই পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, ফুল পিঠা, জিলাপি, তিলের পাপড়ি, বাদাম পাপড়ি, ঝিনুক পিঠা, নকশী পিঠা, চিকেন মমো ইত্যাদি) রাখা হয়।

হরেক রকমের পিঠা। ছবি: পুলিশ নিউজ

পিঠা উৎসবের উদ্বোধনকালে পুনাক সভানেত্রী বলেন, পুলিশের পেশাগত কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে ও গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে নানা রকমের পিঠার মনমাতানো গন্ধে ভরে ওঠে হবিগঞ্জ জেলা পুলিশ লাইনস। এ সময় প্রধান অতিথিসহ পুনাক নেত্রীবৃন্দ প্রতিটি স্টল পরিদর্শন করেন।

শনিবার বিকেলে জেলা পুলিশের সব সদস্য উৎসবে অংশ নেন। করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমিত আকারে উৎসবের আয়োজন করা হয়।